সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১১

খোরাক

অনেকটা পথ হেঁটে গেলে
তারপর যদি দেখা মেলে, একটি স্নিগ্ধ নদী ,
খুলে দেবো মনের দুয়ার
ধুয়ে যাক যত আনাগোনা, শ্বাস-প্রশ্বাসের সাথে ধেয়ে আসা কালিমা ।
বহুদূর পথ হেঁটে গেলে,
একটি পাখির গান শুনতে পেলে,
তবে মনের পুরোটা আঙ্গিনা জুরে মৌ মৌ গন্ধ ছুটে হয়ে যাবো ফুল
কিংবা, আধফোটা ভোরের আলোর স্পর্শে পুলকিত শিশিরের কনা,
কিংবা, মধুমতি...

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন