শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৩

ছোঁয়াচে মৃত্যু

সংকটের বোমা বিস্ফোরণে বিক্ষত সময়
আর, আক্রান্ত মানুষের উদ্বেগের চিহ্ন বুঝিয়ে দেয়, অন্ধকার কতটা গভীর !
বারুদগন্ধি বাতাস ছুঁয়ে গেলে উপত্যকার আনাচ কানাচ
তখন কি তুফানের আশঙ্কা লুকিয়ে রাখতে পেরেছে কেউ ?

এভাবেই তুফানের শুরু,
ক্রমেই উৎকট ষড়যন্ত্রের অশ্রাব্য মুখোশগুলো ক্ষেপে ওঠে।
ঠিক যেন রক্তের পিপাসায় উদভ্রান্ত দানবের মত তাদের হুংকার !
ছোঁয়াচে মৃত্যুর খোঁজে রাস্তায় রাস্তায় একদল শকুন লেলিয়ে দিয়ে
যারা লাশের গন্ধ শুঁকে বেড়ায়,
তাদের প্রাসাদে দেখ, ঝুলে আছে ধ্বংসের ঘণ্টা।
রক্ত আর মৃত্যু দিয়ে মসনদ সাজাতে গিয়ে,
মনে আছে, কত হায়েনার পতন দেখেছে পৃথিবী ?
তবুও শেখেনা জালিম !
পতনের গন্ধ তাড়িয়ে দিয়ে,
আঁকড়ে পরে থাকার কেন এই অশুভ আহ্লাদ ?
কেন জালিমের প্রাসাদ সীমানা অবদি পৌছেনা অনিবার্য পতনের বার্তা ?
১৬।০৪।১৩

1 comments:

Reza বলেছেন...

চমৎকার উচ্চারণ!
রক্ত আর মৃত্যু দিয়ে মসনদ সাজাতে গিয়ে,
মনে আছে, কত হায়েনার পতন দেখেছে পৃথিবী ?

একটি মন্তব্য পোস্ট করুন