বৃহস্পতিবার, ২৬ মে, ২০১১

নতজানু


এক মুঠো মুগ্ধ হাসি ধার করেছিলাম,
তুমি বলেছিলে, এ হাসির তুলিতে রঙ মেখে এঁকে নিও পথ,
তারপর অনিন্দ বেদনার পাশ ঘেষে চলাচল, উঁকিঝুকি
রোজ জানালার শার্শিতে বাতাসের খুনসুটি।
ছকে বেঁধে ছিলনা কিছুই,
পশ্চিমে নতজানু ভালবাসা, দেখেনি দ্বিতীয় প্রেম
খোঁজেনি সুখ দিয়ে মোড়ানো কোন দখিনা জানালা,
তবু এক মুঠো মুগ্ধ হাসির কাছে বরাবর দ্রবিভুত খুব
পুরোনো বই ঘেটে খুঁজে পাওয়া  চিঠির  মত
দৌড় দিয়ে ঘুরে এসেছি পেছন দরজা থেকে,
অথবা, সারাদিন চাকচাক ব্যস্ততার ভীড়ে এক মুঠো মুগ্ধ হাসির অপেক্ষা ...
এভাবেই এতপথ এঁকেছি সে হাসির তুলিতে,
মন শুধু ঢেকে ছিল অলৌকিক বিশ্বাসের আলোকছটায়,
মুখ শুধু ঢেকে ছিল অধরার অচেনা নেশায় ...
প্রান শুধু ছেয়ে ছিল প্রজাপতি ভোরের ফুলে ...
এক মুঠো হাসি তুমি দিয়েছিলে মিষ্টি ভুলে ...

2 comments:

Mohammad Ruhul Kader বলেছেন...

Apu, add a Follower gadget so that people can follow your blog. Nice write ups.

shimu বলেছেন...

Shukria a lot vaia for ur compliment. i visited ur blog as well and its really impressive. wish ur success. May Allah grant u . amin and shukria for the suggestion as well.

একটি মন্তব্য পোস্ট করুন