বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১১

প্রয়োজন


লোহার সেকল দিয়ে শুরু 
মিছিলের শ্লোগান থেকে অন্তরে বারুদের ঘনঘটা
উৎপীড়নের বিদ্যুৎ থেকে গ্রেনেড থাবার আনাগোনা 
জমিনে রক্তের গন্ধ ছুটে গেলে, 
ঘরে ঘরে জমে ওঠে এক একটি সাহসী আখরা
ওরা ভাবে এই মৃত্যুর ঝঞ্ঝা বুঝি এঁটে দেবে সূর্যের সামনে কোন কালো দরজা 
আর সোনালী তোড়নের দিকপালেরা নিঃশেষ হয়ে যাবে সহসাই
আসলে কি তাই ?
এখানেই ইতিহাস চিৎকার করে সাক্ষী দিয়ে চলেছে বাড়ন  বার  
জুলুম শকুন খামচে ধরেছে যেখানেই জনপদ
তুমুল তিমির ঘেঁষে ঘুটঘুটে কালো রাজপথ 
হে-জাজের কাফেলা সামনে, সেখানেই উঠেছে জেগে মঞ্জিলে মকসুদ।
তবু আজ এই দুর্যোগে, সিজদায় সিজদায়, প্রতিটি প্রার্থনায়
আজ শুধু প্রয়োজন,
বড় বেশি প্রয়োজন- ঈমানের গুনে বলিয়ান, সাহসী মুসলমান    

2 comments:

moshiur বলেছেন...
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
H Al Banna বলেছেন...

সুন্দর

একটি মন্তব্য পোস্ট করুন