সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১১

ফারাক

বাতিঘরগুলো আলোকশূন্য ছিলনা এমন
এমন পারিজাত ঘুমের ভেতরে মগ্ন ছিলনা সেনাপতির খুন রাঙ্গা পথ
বাসস্থানগুলো এমন টেরাকোটার নকশাখচিত ছিলনা বোধয়
বরং, সেখানে ছিল শুধুই এক আলৌকিক গৃহসজ্জা …
দূর্গগুলোও এত বেশি সাহসশূন্য ছিলনা তখন।
উচ্চারিত শব্দ আর সিনার ভেতরে আস্থার মধ্যেও
এত বেশি দূরত্ব ছিলনা জানি।
আসলে ঈমানের ভেতরে মনন ছিল
দরজার ওপারটায় গন্তব্য ছিল সোজা …

1 comments:

Shariful Haque বলেছেন...

Excellent.....

একটি মন্তব্য পোস্ট করুন