বৃহস্পতিবার, ১৩ মে, ২০১০

নিয়তি নির্ধারিত

আমি সৌন্দর্যের অপার নীলিমা খুঁজতে খুঁজতে
কেবল দুহাতে জরাই অন্ধকার
আমার এমনি নিয়তি সুখের উলটো পিঠে মুদ্রার ছাপের মত জেগে থাকে দুঃখ
এই দুঃসময়ে কি করে বলব প্রভু??
ভাল আছি খুব ভাল
সুখ শুধু নিরংকুশ সুখ !!!
জনারন্যে থাকি, তবু ক্ষুধিত পাষান থেকে ভেসে আসে
স্পর্ষাতিত তীব্র আর্তনাদ
আমার সমস্ত আত্মাকে পেঁচিয়ে আবর্তিত হতে থাকে এক কুটীল অন্ধকার
অন্ধকার যেন কৃষ্ণপক্ষ
তাই এই দুঃসময়ে কি করে বলব প্রভু?
ভাল আছি খুব ভাল
সুখ শুধু নিরংকুশ সুখ!!!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন