স্রোতের বিপরীতে এক একটি সেকেন্ড
এক একটি বিশযুদ্ধ এখন.
মুখোশধারীদের মাঝে তুমি যদি মুখোশহীন থাকো
তবে তুমি নাকি ভনিতাবাজ !!
তুমি যদি সত্য বলো
তবে তোমাকে খেতাব দেয়া হয় মিথ্যাবাদী...
মানবতাকে লাঞ্চনাকারী প্রতারকেরা এখন মানবদরদী
অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদকারিরা unsmart…. চাষা...
কিংবা মৌলবাদী..!!
কেও প্রকিতির পক্ষে থাকলে তাকে বলা হবে বন্য..
সন্ত্রাসীরা ধারালো অস্ত্র হাতে ক্ষমতায় সমাশীন,
আর কেও জুলুমের বিপক্ষে প্রতিবাদ করলে
অত্যাচারি জালিমেরা কেরে নেয় তার বাঁচার অধিকার...
মসজিদগামিরা এখানে জংগি, আর নর্তকীরা??
নৃত্যশিল্পীর সম্মানে উদ্ভাষিত...
যা কিছু মানবিক, যা কিছু পবিত্র
তার সবটুকুর বিরুদ্ধে এখন জালিমের হাত খুব বেশি প্রসশ্ত...।
স্রোতের বিপরীতে এক একটি সেকেন্ড
এখন এক একটি বিশ্বযুদ্ধ................
..............
এক একটি বিশযুদ্ধ এখন.
মুখোশধারীদের মাঝে তুমি যদি মুখোশহীন থাকো
তবে তুমি নাকি ভনিতাবাজ !!
তুমি যদি সত্য বলো
তবে তোমাকে খেতাব দেয়া হয় মিথ্যাবাদী...
মানবতাকে লাঞ্চনাকারী প্রতারকেরা এখন মানবদরদী
অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদকারিরা unsmart…. চাষা...
কিংবা মৌলবাদী..!!
কেও প্রকিতির পক্ষে থাকলে তাকে বলা হবে বন্য..
সন্ত্রাসীরা ধারালো অস্ত্র হাতে ক্ষমতায় সমাশীন,
আর কেও জুলুমের বিপক্ষে প্রতিবাদ করলে
অত্যাচারি জালিমেরা কেরে নেয় তার বাঁচার অধিকার...
মসজিদগামিরা এখানে জংগি, আর নর্তকীরা??
নৃত্যশিল্পীর সম্মানে উদ্ভাষিত...
যা কিছু মানবিক, যা কিছু পবিত্র
তার সবটুকুর বিরুদ্ধে এখন জালিমের হাত খুব বেশি প্রসশ্ত...।
স্রোতের বিপরীতে এক একটি সেকেন্ড
এখন এক একটি বিশ্বযুদ্ধ................
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন