হজম করেছি কত তমশার রেশ
কত সুভহে সাদিকের আলো মেখে মু্গ্ধ ও তো হয়েছি
তবে কেন এত অতৃপ্তি???
মনে হয় সব রঙ মেকি
সব হাসি স্পষ্ট ভনিতা!!!
ফুলের গন্ধেও কি অসহ্য কৃত্রিমতা...
বেল্কুনিতে দাড়ালে টেরাকোটা মৌনতা
এলোমেলো চিন্তার নিত্য খুন সুটি....
আবেগ আর বিবেকের জিহাদের ময়দানে
রোজ আমি জলন্ত শিখা,
রোজ আমি রক্তের স্রোত
রোজ আমি তলোয়ারের অভিজাত তিব্র সাহস
যুদ্ধ যেখানে জ়ান্নাতের এক মাত্র শর্ত
সেখানে সাহসী যোদ্ধা ছাড়া আর কোন গত্যন্তর নেই...
মানুষের অস্তিত্বে এ এক চিরন্তন রনক্ষেত্র যেন
যেখানে জয়ী হয়ে কেউ হয় মুত্তাকি
আর হেরে গিয়ে কেউবা পথভ্রষ্ঠ ...
তবু এখাআনেই জলরঙ্গা সপ্নিল আকাশের
নিরলশ নিখাত প্রেরনার বাতিঘর দেখি
বসরার গোলাপের সুবাসে কারো অন্তর হয় অনন্ত বসন্তের গান
মাঝে মাঝে অস্থির সময় যায়,
আসেনা আলো ।
অপেক্ষায় দৃষ্টি কমে
পাইনা ঠিকানা ।
কিন্তু ঠিক ই সময়ের পাতা বদলে
মিনার সুর বেয়ে তার সুভাষিতদের জন্য
ছুটে আসে মুক্তির সুর
হা;;;
আমার জীবন মরন তো শুধু তোমার জন্য ও সুন্দরের মালিক
আর,
প্রেম কুরবানির সবটুকু তোমার............
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন