শনিবার, ৮ মে, ২০১০

নাগরিক প্রলাপ

নাগরিক আত্মার ভীড়ে
আজ এই ইট সুরকির কৃত্রিম নীড়ে
ভনিতা ঢুকে গেছে অস্থিমজ্জায়
শহুরে বধুরা এখন আর আঁচলে মুখ লুকোয়না
সহজাত সহজ লজ্জায়......
রোজ সূর্য ঘোমটা খুলে,
আলো হাতে টোকা দেয় দরজার কপাটে
তবু কেন আজ, তুমি আমি খুঁজে ফিরি আলো ?
তবু কেন চারিদিক অদ্ভুদ আঁধার এক ঘিরে ধরে রোজ??
অথচ ,মানুষগুলো মাতাল
যন্ত্রনার আখরে খুঁড়ে শান্তির সম্ভার...!!!!!!!!!!!!
সাদিয়া শিমু
২৭.১১.০৯

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন