আগুন আগুন আগুনের শিখা জলছে যুগান্তর
যে আগুন রোজ ভস্ম করবে পাপীদের অন্তর ।
পৃথিবীর যে আগুনের ভয়ে সতর্ক তুমি আমি
কেন তবে এক বার্তা পেয়েও, এখনও বিপথগামি???
পার্থিব এই আগুন আর কতই পোড়াতে পারে?
জাহান্নামের কঠিন আগুন পৌছুবে অন্তরে ।
এখন সময় তিব্র সাহসী শানিত শপথ নেবার
অনন্ত শেই আগুনের থাবা স্তব্ধ করে দেবার।
এমন সুশীল সুধাময় হবে রিদয়ের কারুকাজ
পরতেই হবে অগ্রগামী জান্নাতীদের তাজ
আগুন আগুন আগুনের গর্জন
সহস্র কোটি বছর পুড়ে সে করবেই তর্জন
সে আগুন থেকে বাঁচতে পারাই প্রকৃত অর্জন.....
shimu
17.o1.10
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন