চলছে গাড়ি, ঘুরছে চাকা
হোকনা সে পথ যতই বাকা।
মরছে মানুষ, মরছে আশা
দুম্রে কাঁদে মনের ভাষা।
যেথাই তাকাই সেথাই আগুন
হারিয়ে গেছে রঙ্গিন ফাগুন।
রাত্রি কিবা দিনের শেষে
দৈত্য দানব ঘুরছে দেশে।
বোবা এখন সবাই সাজে
ব্যস্ত ভিষন নিজের কাজে।
আকাশ বিনোদনের নেশায়
নামছে সবাই ধংষ পেশায়
ধংষ প্রলয় আমার দেশে
চলছে কেমন আজব বেশে।
হাত গুটিয়ে সবাই ভাবুক
বিবেক শুধু মারছে চাবুক।
ফিরিঙ্গিদের রুখতে হবেই
দেশের মাটি রক্ষা তবেই......
হোকনা সে পথ যতই বাকা।
মরছে মানুষ, মরছে আশা
দুম্রে কাঁদে মনের ভাষা।
যেথাই তাকাই সেথাই আগুন
হারিয়ে গেছে রঙ্গিন ফাগুন।
রাত্রি কিবা দিনের শেষে
দৈত্য দানব ঘুরছে দেশে।
বোবা এখন সবাই সাজে
ব্যস্ত ভিষন নিজের কাজে।
আকাশ বিনোদনের নেশায়
নামছে সবাই ধংষ পেশায়
ধংষ প্রলয় আমার দেশে
চলছে কেমন আজব বেশে।
হাত গুটিয়ে সবাই ভাবুক
বিবেক শুধু মারছে চাবুক।
ফিরিঙ্গিদের রুখতে হবেই
দেশের মাটি রক্ষা তবেই......
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন