((যখন সময় থাকে, বুঝিনা কিছুই, যখন বুঝতে পারি তখন সময় ফুরায়...!!! কেন যে এমন হয়, বুঝিনা সময় ???))
পেছনে ফিরে যাবার দরজাগুলো এমন পাষানের মত করে বন্ধ থাকে কেন?? পেছনে ফিরে যাবার দরজাটা যদি খোলা থাকতো, তাহলে এই অসহ্য সময়ের নাকে এক ঘুষি মেরে পালিয়ে যেতাম শৈশব কৈশরের দুরন্ত বাধভাঙ্গা আনন্দের জোয়ারে। স্কুলের ঝোলা কাঁধে পরিচিত পথের সাথে রোজ দেখা হত কেমন এক মায়াবী হৃদয়ের টানে।
জীবনের জটিলতা কুটীলতা আর এত চাওয়া পাওয়া ছুঁতে পারতোনা মনের আঁচল ।শুধু নিরন্তর ছুটে যেতাম শুন্যে মিলিয়ে যাবার লুকোচুরি খেলায়।
কিন্তু পেছনের দরজাটা জীবনের মতই জটীল। একবার সেই দরজাটা পেরিয়ে এলে, অনুপ্রবেশের অনন্ত নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। আর কোনদিন ফিরে আসেনা কৈশর।আর কোনদিন স্কুলের ইউনিফরম আর ঝোলা কাঁধে বান্ধবীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা হয় না। আর কোনদিন স্কুলের ছুটির ঘন্টা বাজলেই ভীষন খুশির নেশায় ভোঁ দৌড় দেয়া হয় না। আর কখনও ডানা মেলে চিন্তামুক্ত ছোট্ট নিষ্পাপ আকাশটাতে উড়ে যাওয়া হয়না………………
মঙ্গলবার, ১৮ মে, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
2 comments:
:( :( :(
পেছনে ফিরে যাবার দরজাটা খুলতে চাইনা । ওই দরজাটার ওপাশের দুনিয়াটাও আমার জন্য খুব সুখকর কিছু না । শুধুমাত্র সামনের দিকেই তাকিয়ে আছি এক আকাশ ভরসা নিয়ে ...
একটি মন্তব্য পোস্ট করুন