জড়িদার আঙিনার সপ্নে আমরা তখন
খুব বেশি রোমাঞিত
এক একটি রক্তের অধ্যায় পেরিয়ে আমরা উন্মোচিত করতে
যাচ্ছিলাম চীর সম্ভাসিত সত্যের ঠিকানা\
এরপর অজস্্র ভোরের শিশিরে আমরা গুজে দিয়েছি
আমাদের স্বপ্নের সাধ
কত অন্তরের ভাজে ভাজে সুরভীর রেশ মেখে দিয়েছে
আমাদের ঐতিহ্যের অপরাজিতার রঙ
সেই থেকে শুধুই ফুলের প্রস্ফুটন.....
আমাদের পথে আজন্ম বিছানো আছে মৃত্যু
কিত্তু, ফুল কি কখনও মৃত্যুর কাছে করেছিল মাথা নত?
মতিহারের নন্দিত গুলিস্তানে
চুপিসারে কখন যেন ফুটেছিল
মৃত্যুহীন এমনিই এক ফুল।
প্রতিটি সিজদার শেষে যে ফুলে জরো হতো
সম্ভাবনার এক একটি নবীন পাপড়ি,.
অগনিত নিশীথের সিক্ত আয়োজনে সঙ্গোপনে
যার ছিল পরিশুদ্ধির প্রার্থনা,
উচ্ছসিত উদ্বেলিত মনের চৌকাঠে
শুধু সুন্দরের বিস্তর চাষবাস।
অথবা,
যার সুমিষ্ট হাসির ঝিলিকে
পুলকিত হতো গোমরামুখো বিকেলের পরন্ত লগ্ন
কাবিতার ছন্দের মত পরিশিলিত মনের পরতে পরতে
সে ফুল ধারন করেছিল হেরার রোশনাই.
আর,
কবুলের আলো ঝলমল পথে
যে ফুল পেয়ে গেল
প্রবেশের উৎকৃষ্ট অনুমতির তাজ,
তার জন্য আজকের এই অভিনন্দন পএ... ..... ৃ..
শিমু
২০.০৪.২০০৯
খুব বেশি রোমাঞিত
এক একটি রক্তের অধ্যায় পেরিয়ে আমরা উন্মোচিত করতে
যাচ্ছিলাম চীর সম্ভাসিত সত্যের ঠিকানা\
এরপর অজস্্র ভোরের শিশিরে আমরা গুজে দিয়েছি
আমাদের স্বপ্নের সাধ
কত অন্তরের ভাজে ভাজে সুরভীর রেশ মেখে দিয়েছে
আমাদের ঐতিহ্যের অপরাজিতার রঙ
সেই থেকে শুধুই ফুলের প্রস্ফুটন.....
আমাদের পথে আজন্ম বিছানো আছে মৃত্যু
কিত্তু, ফুল কি কখনও মৃত্যুর কাছে করেছিল মাথা নত?
মতিহারের নন্দিত গুলিস্তানে
চুপিসারে কখন যেন ফুটেছিল
মৃত্যুহীন এমনিই এক ফুল।
প্রতিটি সিজদার শেষে যে ফুলে জরো হতো
সম্ভাবনার এক একটি নবীন পাপড়ি,.
অগনিত নিশীথের সিক্ত আয়োজনে সঙ্গোপনে
যার ছিল পরিশুদ্ধির প্রার্থনা,
উচ্ছসিত উদ্বেলিত মনের চৌকাঠে
শুধু সুন্দরের বিস্তর চাষবাস।
অথবা,
যার সুমিষ্ট হাসির ঝিলিকে
পুলকিত হতো গোমরামুখো বিকেলের পরন্ত লগ্ন
কাবিতার ছন্দের মত পরিশিলিত মনের পরতে পরতে
সে ফুল ধারন করেছিল হেরার রোশনাই.
আর,
কবুলের আলো ঝলমল পথে
যে ফুল পেয়ে গেল
প্রবেশের উৎকৃষ্ট অনুমতির তাজ,
তার জন্য আজকের এই অভিনন্দন পএ... ..... ৃ..
শিমু
২০.০৪.২০০৯
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন