শনিবার, ৮ মে, ২০১০

সহজ স্বীকারক্তী, কিন্তু........???

বলতে দ্বিধা নেই,
আমিও একবিংশ শতাব্দীর স্বপ্নে বিভোর এক ভোগবাদী বিশ্বাসী
আমিও হয়তোবা,
রনক্ষেত্র পালানো কোন ভীতুর কাছে দিক্ষিত যুবা.......
আজ, এই পৃথিবীর অপরাহ্নে
রাজভোজ শেষে নিশ্চিন্তে ঘুমিয়ে পরা উম্মতরা
রক্ত চিৎকারেও জেগে ওঠেনা..
আমিও কি তাদেরই একজন?
ইদানিং--
মজলুমের আঁকুতি আমার অন্তরকে ভেদ করলে
আমি শুধু শ্রাবনে ভিজি........
কিংবা কিষ্ণিত রক্ত ঝড়ে বুকের ক্যানভাসে ।
আমি ঝাপিয়ে পরিনা মৃত্যুর জলন্ত শিখায়.........
যেখানে অগনিত মানুষের জীবন এখন
এক একটি বদর কিংবা ওহুদের প্রান্তর __
যেখানে মনুষ্যত্বকে প্রতিনিয়তই হত্যা করছে
জালিমেরা..........
তাই বলতে দ্বিধা নেই,
আমিও বোধয় চেতনার তোড়ণে
ঝুলিয়ে দিয়েছি প্রতবন্ধিত্বের তালা !!
পৃথিবী পুড়ছে সেকুলারিজমের বিষাক্ত আগুনে
উদারতার ধোয়া তুলে ,
ওরা জমিনে গেড়ে দিচ্ছে স্পষ্ট নষ্টামি ।
ইথারে ইথারে শুধু ধ্বংষ প্রলাপ
মানবিকতার বুকে প্রতিনিয়তই বিধছে
অসংখ্য জুলুমের তীর ।
অথচ, কি আশ্চর্য!!!
আমি এখনও পরম নিশ্চন্তে তন্দ্রাচ্ছন্ন..........
তাই, বলতে দ্বিধা নেই, আমিও বোধয় হারিয়েছি বিশ্বাসী নূর
ঠিক, পরীক্ষায় অকৃতকার্যরা যেমন গ্রহনযোগ্যতা হারায়...........
16.11.09

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন