শনিবার, ৮ মে, ২০১০

শান্তির কিতাব

ট্রেনের ঝকঝক শব্দে
আমাদের বিক্ষিপ্ত দৃষ্টি থেকে
টুকরো টুকরো স্মৃতিগুলো ফুটছিল.....
আমরা প্রায় এক শতাব্দী প্রহর গুনতে গুনতে..............
পৌছলাম পুরাদাহ ষ্টেশনে ।
যাত্রা কিন্তু শেষ হয়নি তখনও
কবরের নিস্তব্ধ অবকাশের দিকে
আমাদের ওহুদ খন্দকের ঐতিহ্য গন্তব্য ।
অতঃপর,
রোকন চাচার হোমিও হলের
ঔষধের শিশিগুলোর বিচূর্ন স্তুপ থেকে
সুস্থতার আত্মাটা বেরিয়ে এসে কাঁদতে লাগলো...........
রোকন চাচা এবার একটু নড়ে চড়ে বসলেন ।
তাকে ঘিরে অনেকগুলো চোখ তখনও নিঃসহায় তাকিয়ে............
এরপর বিপনি বিতান থেকে স্ট্যাচু অব লিবার্টির উচ্চতায়
আছড়ে পরতে লাগলো আমাদের গড়ম নিঃশ্বাস ।
হঠাৎ দেখি
হিন্দুস্তানের একটি পাহাড় থেকে
বিষ্ফোরিত লাভাগুলো
আমাদের নড়ম চোখে লেলিয়ে দিচ্ছে
কলস ভর্তি করা অশান্তি
এবং হাহাকার ।
আমরা তবুও লড়বো
আমরা তবুও প্রেরনার বৃক্ষ বুনবো
এই বলে,
লাইব্রেরীর তাক থেকে আমরা তুলে নিলাম
গ্যারান্টিযুক্ত শান্তির কিতাব............


শিমু
১৭.০২.০৭

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন