শনিবার, ৮ মে, ২০১০

সুপ্রভাত

চলো, অন্য কোন স্বপ্ন দেখি আজ
চলো, আঁকি অন্য এক পৃথিবীর অনাগত চিত্র
চলো, একসাথে ভোর দেখি, গান গাই--
গড়ে তুলি অক্ষত নিষ্পাপ মিত্র ।
বজ্রের আঘাতের উসকানি ভুলে যাই
ঐক্যের ভিত হলে নাই নাই, ভয় নাই
চলো, আনি সত্যের রিদ্যতা সখ্য
সবুজের কচিপাতা হোক তার লক্ষ্য
অন্য হাসিতে এসো পুলকিত করি রাত
তুলে ধরি সিজদার সোনামাখা সুপ্রভাত...........

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন