সুন্দরের সঙ্গা বদলে যাবার এ নিষ্ঠুর সময়ে
জানালার শাষিতে চিন্তামগ্ন আমরা
আমাদের সজীব উপত্যকার সীমান্তের বেড়ায়
মীরজাফরের প্রেতাত্মার অট্টহাসি
লরড ক্লাইভের লালিত স্বপ্নের কুৎসা পান করে
আত্মভোলা বেহুশেরা
লাঞ্চনার খাদ্য নিয়ে করছে কাড়াকাড়ি।
অথচ
এ উরবর উত্যকার শিরায় শিরায়
এখনও প্রবাহিত আছে
রক্তে খচিত তাজা ইতিহাস……………..
কিংবা পেছন ফিরে তাকালেই
এখনও দৃষ্টিতে বিম্বিত হতে থাকবে
সুন্দরের সুন্দরতম সঙ্গা।
কিন্তু ঠিক এই মুহুরতে
সুন্দরের চিরন্তন সঙ্গা বদলে যাবার
এ নিষ্ঠুর সময়ে,
জানালার শারষিতে খুব বেশি চিন্তামগ্ন আমরা।
পাশ্চাত্যের ফিনকি দিয়ে ছিটকে আসা নষ্টামিতে
অপবিএ হয়ে গেছে আমার মানচিত্রের শুদ্ধতা
আর, আমরা না না বলে চিৎকার করতেই
নাস্তিক্যের নখরাঘাতে
আহত, নীল আমাদের অঙ্গপ্রতঙ্গ
তাইতো এই বিকৃত সময়ে
খুব বেশি চিন্তামগ্ন আমরা…………
একটুখানি দৃষ্টি মেলে ধরো
নিশ্চিত দেখতে পাবে--- অশনি সংকেত
মোনালিসার নগ্ন হাসির কুৎসা পান করে
অচেতন যুবাদের দল
কেউবা ব্যাস্ত ভীষন,
সভ্যতাতে লেপটে দিতে নরতকীর বৈধতা
১৪ই ফেব্রুয়ারীর উল্টো পিঠে মুদ্রার ছাপের মত
জেগে আছে বেহায়াপনা
থারটি ফারস্টের মধ্য রাতে
ধরষিতার রক্তবরণ চিৎকারে
ভীত সনত্রস্ত জোনাকির ঝাক................
তাইতো সভ্যতা ধংসের এ নিষ্ঠুর সময়ে
বড় বেশি চিন্তামগ্ন আমরা.................
শিমু
২১.০২.০৯
জানালার শাষিতে চিন্তামগ্ন আমরা
আমাদের সজীব উপত্যকার সীমান্তের বেড়ায়
মীরজাফরের প্রেতাত্মার অট্টহাসি
লরড ক্লাইভের লালিত স্বপ্নের কুৎসা পান করে
আত্মভোলা বেহুশেরা
লাঞ্চনার খাদ্য নিয়ে করছে কাড়াকাড়ি।
অথচ
এ উরবর উত্যকার শিরায় শিরায়
এখনও প্রবাহিত আছে
রক্তে খচিত তাজা ইতিহাস……………..
কিংবা পেছন ফিরে তাকালেই
এখনও দৃষ্টিতে বিম্বিত হতে থাকবে
সুন্দরের সুন্দরতম সঙ্গা।
কিন্তু ঠিক এই মুহুরতে
সুন্দরের চিরন্তন সঙ্গা বদলে যাবার
এ নিষ্ঠুর সময়ে,
জানালার শারষিতে খুব বেশি চিন্তামগ্ন আমরা।
পাশ্চাত্যের ফিনকি দিয়ে ছিটকে আসা নষ্টামিতে
অপবিএ হয়ে গেছে আমার মানচিত্রের শুদ্ধতা
আর, আমরা না না বলে চিৎকার করতেই
নাস্তিক্যের নখরাঘাতে
আহত, নীল আমাদের অঙ্গপ্রতঙ্গ
তাইতো এই বিকৃত সময়ে
খুব বেশি চিন্তামগ্ন আমরা…………
একটুখানি দৃষ্টি মেলে ধরো
নিশ্চিত দেখতে পাবে--- অশনি সংকেত
মোনালিসার নগ্ন হাসির কুৎসা পান করে
অচেতন যুবাদের দল
কেউবা ব্যাস্ত ভীষন,
সভ্যতাতে লেপটে দিতে নরতকীর বৈধতা
১৪ই ফেব্রুয়ারীর উল্টো পিঠে মুদ্রার ছাপের মত
জেগে আছে বেহায়াপনা
থারটি ফারস্টের মধ্য রাতে
ধরষিতার রক্তবরণ চিৎকারে
ভীত সনত্রস্ত জোনাকির ঝাক................
তাইতো সভ্যতা ধংসের এ নিষ্ঠুর সময়ে
বড় বেশি চিন্তামগ্ন আমরা.................
শিমু
২১.০২.০৯
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন