সুরের মুরছনা, রিদয় তন্ত্রীতে
যে ভালবাসার দ্যোতনা ছড়াতে পারে
তার সাথে তুলনা হয়না কবিতার,
এই বলে,
কবিতার এক খ্যাপাটে শত্রু
মুখ বাকিয়ে, পরন্ত কোন বিকেলে
আমার কাছে হলুদ খামের চিঠি ছুড়ে দিল..................
আমি পেড়ছি সে চিঠি
আমার কবিতাগুলো তখনও
লাল ডায়েরীর পাতায় ভালবাসি ভালবাসি বলে
শব্দের জড়োয়ায় সেজে উঠছিল.................
নীল খামে ভা চিঠিটি যখন চেচিয়ে উঠল
আমিতো কবিতার সৃষ্টি
বরণমালার নান্দনিক বিন্যাসে
কবিতাই আভার ভেতরে ভালবাসা এটে দিয়েছে।
নিন্দুকের কবিতা বাদ্বেসী মন
সুরের সমুদ্রে, বাদ্যযন্ত্রের ঝংকৃত ইন্দ্রজালে
মাতাল হয়ে রইল তখনও.....................
শিমু
২১.৫.০৬
যে ভালবাসার দ্যোতনা ছড়াতে পারে
তার সাথে তুলনা হয়না কবিতার,
এই বলে,
কবিতার এক খ্যাপাটে শত্রু
মুখ বাকিয়ে, পরন্ত কোন বিকেলে
আমার কাছে হলুদ খামের চিঠি ছুড়ে দিল..................
আমি পেড়ছি সে চিঠি
আমার কবিতাগুলো তখনও
লাল ডায়েরীর পাতায় ভালবাসি ভালবাসি বলে
শব্দের জড়োয়ায় সেজে উঠছিল.................
নীল খামে ভা চিঠিটি যখন চেচিয়ে উঠল
আমিতো কবিতার সৃষ্টি
বরণমালার নান্দনিক বিন্যাসে
কবিতাই আভার ভেতরে ভালবাসা এটে দিয়েছে।
নিন্দুকের কবিতা বাদ্বেসী মন
সুরের সমুদ্রে, বাদ্যযন্ত্রের ঝংকৃত ইন্দ্রজালে
মাতাল হয়ে রইল তখনও.....................
শিমু
২১.৫.০৬
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন