অস্হিরতা
কি করে ঘুমাই বলো শান্তির আচ্ছাদনে?
যখন ,
ফিলিস্তিন, ইরাক ,আফগানিস্তানে
আমারই ভাগ্যাহত ভাইয়েরা,
নির্ঘুম রাতরে সীমানায় দারিয়ে
কাফোনে মোড়ানো বুক পেতে থাকে
আর,
জিহবার অগ্রভাগে জিকিরের কম্পন এবং
ঠাহর করা করা কুরবানীর প্রতীজ্গা........
ঐ জালিমগুলো যখন
খোদার রশ্মীকে ফুতকারে নভিয়ে দিতে চায়
তখন কি করে আয়োজন করি পরিপাটি করে সাজানো ফুর শয্যার?
যখন দেখি শয়তানের লেজের উপর ভর করে
কত সহজেই ষরযন্ত্রের সফরে নেমেছে রক্তচোষার গডফাদাররা,
তখন কি আমার সময় থাকে,
রেস্তোরার অর্থহীন আড্ডায় হাসির জন্য কান পেতে থাকি?
হঠাৎ রক্তের কনিকাগুলো লাভা হয়ে যায়
মনে হয়
এই বুঝি বিষ্ফোরিত হবো ইহুদীর নীল নকশায়
এই বুঝি ব্রাশফায়ারের বুলেট হয়ে ঝাঝরা করে দেই
সব কটা অবিশ্বসীর বিষাক্ত বুক।
আবার মাঝে মাঝে সাধ জাগে
বেলালের তলোয়ার হই
কিতাবের বিরুদ্ধে যতগুলো হাত আজ সক্রিয়
বাগানের আগাছার মত ছেটে দেই সব।
এই যে অস্থর কলমের দ্রুতগতিপথ
এর মাঝে সচল আছে সিনার অস্থিরতা
অস্থিরতা-যুদ্ধের
অস্থিরতা-স্বাধীনতার
অস্থিরতা- হিজাব পরা রমণীর গুলিবিদ্ধ বুকের কসম
অস্থিরতা- শহীদদের চীরঞ্চীব আত্মার কোরাস................
কি করে ঘুমাই তবে শান্তির আচ্ছাদনে?
শিমু
১৪.০২.০৮
কি করে ঘুমাই বলো শান্তির আচ্ছাদনে?
যখন ,
ফিলিস্তিন, ইরাক ,আফগানিস্তানে
আমারই ভাগ্যাহত ভাইয়েরা,
নির্ঘুম রাতরে সীমানায় দারিয়ে
কাফোনে মোড়ানো বুক পেতে থাকে
আর,
জিহবার অগ্রভাগে জিকিরের কম্পন এবং
ঠাহর করা করা কুরবানীর প্রতীজ্গা........
ঐ জালিমগুলো যখন
খোদার রশ্মীকে ফুতকারে নভিয়ে দিতে চায়
তখন কি করে আয়োজন করি পরিপাটি করে সাজানো ফুর শয্যার?
যখন দেখি শয়তানের লেজের উপর ভর করে
কত সহজেই ষরযন্ত্রের সফরে নেমেছে রক্তচোষার গডফাদাররা,
তখন কি আমার সময় থাকে,
রেস্তোরার অর্থহীন আড্ডায় হাসির জন্য কান পেতে থাকি?
হঠাৎ রক্তের কনিকাগুলো লাভা হয়ে যায়
মনে হয়
এই বুঝি বিষ্ফোরিত হবো ইহুদীর নীল নকশায়
এই বুঝি ব্রাশফায়ারের বুলেট হয়ে ঝাঝরা করে দেই
সব কটা অবিশ্বসীর বিষাক্ত বুক।
আবার মাঝে মাঝে সাধ জাগে
বেলালের তলোয়ার হই
কিতাবের বিরুদ্ধে যতগুলো হাত আজ সক্রিয়
বাগানের আগাছার মত ছেটে দেই সব।
এই যে অস্থর কলমের দ্রুতগতিপথ
এর মাঝে সচল আছে সিনার অস্থিরতা
অস্থিরতা-যুদ্ধের
অস্থিরতা-স্বাধীনতার
অস্থিরতা- হিজাব পরা রমণীর গুলিবিদ্ধ বুকের কসম
অস্থিরতা- শহীদদের চীরঞ্চীব আত্মার কোরাস................
কি করে ঘুমাই তবে শান্তির আচ্ছাদনে?
শিমু
১৪.০২.০৮
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন