সমুদ্রের উত্তাল তরঙ্গের সাথে
মাঝিমাল্লার দুরন্ত সাহস যেমন
পেঁচিয়ে পেচিয়ে দিনাতিপাত করে
আমরাও কি এক দূর্বোদ্ধ বলয়ে যেন
ঘুরপাক খেয়ে চলেছি.........
বিদ্বেষের ফনা তুলে বিষ ছড়াচ্ছে
মানুষরুপি কতগুলো কালসাপ..........
কি বিভৎস ওদের অন্তরগুলো!!!
রক্তের নেশায় এদিক ওদিক ছোবল দিয়ে চলেছে ওরা........
ওরা পৃথিবীকে বানাতে চায় ধ্বংসপুরী.........
আমরা যতই নিরাপদ নগরীর স্বপ্নজাল বুনি
ওরা তাতে ঢেলে দেয় বিষাক্ত কালো ধোয়া,
আর, লাশের গন্ধ.......
আমরা যতই আলোর ঝিলিক বিলাতে চাই
ওরা নিয়ে আসে কুৎসিত কৃষ্ণপক্ষ ।
তবু আমি বিশ্বাসী
দাড়িয়েছি আশার সুতোয় বুনানো শীতল জায়নামাজে
সিজদার মগ্নতায় এটে দিয়ছি
পবিত্র পৃথিবীর সাধ........
তাইতো,
ঠিক বুঝতে পারি
অমবস্যার তমশা ভেদ করে
বখতিয়ারের তলোয়ার দিয়ে যাবে
সত্যের শাশ্বত বিজয়............
মাঝিমাল্লার দুরন্ত সাহস যেমন
পেঁচিয়ে পেচিয়ে দিনাতিপাত করে
আমরাও কি এক দূর্বোদ্ধ বলয়ে যেন
ঘুরপাক খেয়ে চলেছি.........
বিদ্বেষের ফনা তুলে বিষ ছড়াচ্ছে
মানুষরুপি কতগুলো কালসাপ..........
কি বিভৎস ওদের অন্তরগুলো!!!
রক্তের নেশায় এদিক ওদিক ছোবল দিয়ে চলেছে ওরা........
ওরা পৃথিবীকে বানাতে চায় ধ্বংসপুরী.........
আমরা যতই নিরাপদ নগরীর স্বপ্নজাল বুনি
ওরা তাতে ঢেলে দেয় বিষাক্ত কালো ধোয়া,
আর, লাশের গন্ধ.......
আমরা যতই আলোর ঝিলিক বিলাতে চাই
ওরা নিয়ে আসে কুৎসিত কৃষ্ণপক্ষ ।
তবু আমি বিশ্বাসী
দাড়িয়েছি আশার সুতোয় বুনানো শীতল জায়নামাজে
সিজদার মগ্নতায় এটে দিয়ছি
পবিত্র পৃথিবীর সাধ........
তাইতো,
ঠিক বুঝতে পারি
অমবস্যার তমশা ভেদ করে
বখতিয়ারের তলোয়ার দিয়ে যাবে
সত্যের শাশ্বত বিজয়............
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন