মনের ভেতর সত্য ছিল
শুধু সত্য বলার সাহস ছিলনা
গহিন কনে সপ্ন ছিল
সপ্নে রঙ্গিন আকাশ ছিল
আকাশ জুরে বলাকা ছিল
কিন্তু শুধু সেই আকাশে
বাস্তবতার স্পর্শ ছিলনা???
একটি দুটি সকাল ছিল
শিশির ভেজা ঘাস ও ছিল
ঘাসে সবুজ গন্ধ ছিল
রৌদ্র ঝরার শব্দ ছিল
কিন্তু তাতে নতুন দিনের সিজদা ছিলনা...???
ঝিলের পানি পানকৌড়ি,
মেঠো পথের মায়া ছিল,
নদীর বুকে হাজার দিনের প্লাবন ছিল
আমার কেবল সৃষ্টি বুঝার সুখটা ছিল না???
অস্তগামি সুরুজ ছিল
ক্লান্ত দিনের ধুসর রঙের মৃত্যু ছিল
রাতের রিদয় অনেক অনেক শীতল ছিল
আমার শুধু জীবন ঘষে জীবন দেখার সাধ্য ছিল না???
চারপাশে রোজ মৃত্যু ছিল ,কবর ছিল,
মানুষগুলোর জীবন কেমন ব্যঙ্গ ছিল
মানুষগুলোর জীবন কেমন ঠুনকো ছিল
শুধু মৃত্যু নিয়ে আমার ভাবার সময় ছিল না.......????
Sadia Shimu
26 December 2009
শুধু সত্য বলার সাহস ছিলনা
গহিন কনে সপ্ন ছিল
সপ্নে রঙ্গিন আকাশ ছিল
আকাশ জুরে বলাকা ছিল
কিন্তু শুধু সেই আকাশে
বাস্তবতার স্পর্শ ছিলনা???
একটি দুটি সকাল ছিল
শিশির ভেজা ঘাস ও ছিল
ঘাসে সবুজ গন্ধ ছিল
রৌদ্র ঝরার শব্দ ছিল
কিন্তু তাতে নতুন দিনের সিজদা ছিলনা...???
ঝিলের পানি পানকৌড়ি,
মেঠো পথের মায়া ছিল,
নদীর বুকে হাজার দিনের প্লাবন ছিল
আমার কেবল সৃষ্টি বুঝার সুখটা ছিল না???
অস্তগামি সুরুজ ছিল
ক্লান্ত দিনের ধুসর রঙের মৃত্যু ছিল
রাতের রিদয় অনেক অনেক শীতল ছিল
আমার শুধু জীবন ঘষে জীবন দেখার সাধ্য ছিল না???
চারপাশে রোজ মৃত্যু ছিল ,কবর ছিল,
মানুষগুলোর জীবন কেমন ব্যঙ্গ ছিল
মানুষগুলোর জীবন কেমন ঠুনকো ছিল
শুধু মৃত্যু নিয়ে আমার ভাবার সময় ছিল না.......????
Sadia Shimu
26 December 2009
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন