ব্যস্ত দিনের ক্লান্ত আলো,খুব বেশি আজ শ্রান্ত
অবাক নেশায় চুমুক দিয়ে,হয় নীশিদিন ভ্রান্ত
এইতো জীবন,খুব সহজেই,ফুরায় প্রানের খেলা
এই এখানেই,ক্ষনিক প্রহর,যায় কেটে যায় বেলা
অনেক মায়ার অক্টোপাসে জর্জরিত মন
এই পিছুটান ভাঙ্গার খেলায় যুদ্ধরত ক্ষন
জীবন নামের এই পরিহাস তবু ভীষন দামী
ফুলের মত ফুটবে যারা, হয়না বিপথগামী
তারপরে সেই ভীষন কঠিন, মৃত্যু দেবে হানা
আসবে নিয়ে নতুন জীবন ভুলতে তারে মানা
সেই জগতে জান্নাতিরাই সফল এবং সেরা
কল্পনাতীত সুখে যাদের থাকবে জীবন ঘেরা ।।
৮.০৫.২০১০
শিমু
অবাক নেশায় চুমুক দিয়ে,হয় নীশিদিন ভ্রান্ত
এইতো জীবন,খুব সহজেই,ফুরায় প্রানের খেলা
এই এখানেই,ক্ষনিক প্রহর,যায় কেটে যায় বেলা
অনেক মায়ার অক্টোপাসে জর্জরিত মন
এই পিছুটান ভাঙ্গার খেলায় যুদ্ধরত ক্ষন
জীবন নামের এই পরিহাস তবু ভীষন দামী
ফুলের মত ফুটবে যারা, হয়না বিপথগামী
তারপরে সেই ভীষন কঠিন, মৃত্যু দেবে হানা
আসবে নিয়ে নতুন জীবন ভুলতে তারে মানা
সেই জগতে জান্নাতিরাই সফল এবং সেরা
কল্পনাতীত সুখে যাদের থাকবে জীবন ঘেরা ।।
৮.০৫.২০১০
শিমু
3 comments:
এই কবিতার কোন হেডিং নাই ??
ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য..
ওয়েল্কাম...
কবিতা সুন্দর হয়েছে..
একটি মন্তব্য পোস্ট করুন