যখন খুব বেশি কষ্টে থাকে মন
জ্যোৎস্নার শুভ্রতাকেও মনে হয় নির্মম পরিহাস
দ্বন্দের ধুম্রজালে ঝলসে যাওয়া
হৃদয়ের বিক্ষত দেহে
পৌছে না সেই জ্যোৎস্না রাতের কোন চিঠি ।
যখন খুব বেশি কষ্টে থাকে মন,
সময়ের ভাজে ভাজে উৎসারিত হতে থাকে কষ্টের কীট
বন্ধুর আস্থাজরিত হাতের পাঁচটি আঙ্গুলকেও মনে হতে থাকে
উপহাস কিংবা করুনার করাল আঘাত।
যখন খুব বেশি কষ্টে থাকে মন,
জীবনের সবগুলো অধ্যায় মনে হয় সাদাকালো ছবি
যার ফোঁকর গলিয়ে বয়ে যায় এক সমুদ্র রক্তের স্রোত……..
যখন খুব বেশি কষ্টে থাকে মন,
এক প্রবল উত্তাল ঝড়ের দাপটে ভেঙ্গে খানখান
মনের বাগান........................।
1 comments:
ঠিক একদম .. :-(
একটি মন্তব্য পোস্ট করুন