Lets just apply in our life to be beautiful and smart………….
১।আল্লাহর সাথে মন কে সংযুক্ত রাখি।
২।অসীম মানবিক গুনের সমাবেশ ঘটাই নিজের জীবনে।
৩।জীবন হোক মৌলিক গুনাবলীর উপরে একটি সোনালী প্রাসাদ।
৪। সকল মৌলিক মানবিক দোষ ত্রুটি থেকে নিজেকে সাফ পবিত্র রাখি।
৫।চিন্তা এবং নিয়তের পরিশুদ্ধি নিশ্চিত করি।
৬।আল্লাহর অসীম ভালবাসা পাবার আকাঙ্ক্ষা মনের ভেতরে গেথে দেই।
৭।আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য সব কাজ করি।
৮।সবার জন্য প্রতি রাতে কল্যান কামনা করি, দোয়া করি।
৯।জ্ঞ্যান অর্জনে সচেতন থাকি, পড়ালেখা বারিয়ে দেই।
১০। আল্লাহর নির্ধারিত মৌলিক ইবাদত সঠিক ভাবে এবং রুহানি পদ্ধতিতে পালন করি।
১১।ইবাদতে নিষ্ঠা তৈরি করি।
১২। নফল ইবাদত এ regularity প্রতিষ্টা করি।(তাহাজ্জুত, নফল রোযা, আল্লাহর পথে অথ ব্যয়)
১৩।সকল ইবাদতে সৌন্দয, বিনয়, নম্রতা নিশ্চিত করি।
১৪।তৃপ্তির সাথে নামায পড়ি।
১৫।দৃষ্টি এ সকল এবং মন দারা সকল খারাপ কাজ থেকে বিরত থাকি।
ইনশাআল্লাহ জীবন হবে অনেক বেশি মধুময়, ঘুচে যাবে সব দুঃখ কষ্ট। আর এই জীবনের সমাপ্তিতে আরেক নতুন জীবনের জন্য সঞ্চিত থাকবে জান্নাতের সুষমা………….
থাকবে এমন একটা বাগান, যার নিচ দিয়ে ঝর্না ধারা বয়ে যাবে………….
বুধবার, ১২ মে, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
3 comments:
বুবুজি, চেষ্টা করে যাব ইনশাল্লাহ.............
পুচকা ভাইটার জন্য তুমি শুধু দোয়া কর please.... :-((
Kaje lagbe inshallah
চেষ্টা করে দেখবো ইনশাআল্লাহ্
একটি মন্তব্য পোস্ট করুন